গুড়গুড়িয়ে ডাকছে মেঘ
হুঁকো টানছে বাকর শেখ
মেয়ে, চুলোয় ভাত উঠিয়ে
মাথার উকুন করছে চেক।


বৃষ্টি হবে, মজার বৃষ্টি
করবে আবার নাট্য সৃষ্টি
ঘরের চালে হাজার ফুটো
বাকর শেখের নেই দৃষ্টি ।


মেয়ে বলে, দুই আঙুল টিপে
বাবা এখন কি হবে ?
বাবা বলে, হায়রে পাগলি
খোদার রাজ্যে সবাই রবে ।


গরীব হলেই যত কষ্ট
সব কিছু তো তারি সৃষ্ট
বড়লোকের যত আনন্দ
কখনও তা হবে না নষ্ট ।


এবার বৃষ্টি হল শুরু
বাকর শেখের নেই চিন্তা
বাবা মেয়ে দুইজনেতে
ভিজবে আবার সকাল সন্ধ্যা ।


খোদার রাজ্যে কেন এমন
কেউ গরীব, কেউ ধনি,
কেউবা ক্ষুধায় জ্বলে মরে
কেউবা ছিটায় মুক্তা মণি ।


হায়রে কপাল, চিন্তা করে
বাকর শেখের মেয়ে
কোথাও হতে আনবো নাকি
একটু কাগজ চেয়ে ।


কিন্তু এতো কপাল খারাপ
কেউ দিলনা ঠাঁই
বড় ঘরে জন্ম নিলে
আদর রাখাই দায় ।


তবু মেয়ে তাতেই খুশি
এমন বাবা পেয়ে
শত কষ্টেও আগলে রাখে
হাজার মমতা দিয়ে ।


শেখ আর মেয়ে দুইজনেতে
ভিজছে বৃষ্টির জলে
বাবা মেয়ের দুঃখ ভুলায়
আনন্দেরও ছলে ।