বৃষ্টিরে তুই মেঘের কোলে
থাকলিনা কেন বল ?
যার জন্যে ছারলি মেঘ
সেই আসলে গরল ।


ধরণী তোরে দেবে ঠাঁই
যতই ভাবিস তুই,
ধরে রাখার সাধ্য তাহার
রয়েছে অল্পই ।


ধরার টানে যতই তুই
দেখিস মিষ্টি স্বপন
মেঘের মত কেউ হবে না
তোর কখনো আপন ।


আসলি ছুটে ধরার কাছে
মেঘকে কাদিয়ে,
সেই মেঘের কাছেই ফিরতে হবে
তোর গালটি ফুলিয়ে ।


যতই করিস তর্জন গর্জন
ছারতে গিয়ে মেঘ,
তবুও তোকে পর ভাবে না  
তার কাছেই কিছু শেখ ।


যখন তুই ফিরবি আবার
মুখটা করে ভারি
কলিজা ছেরা কষ্টের মাঝেও
প্রাণটা ফিরবে তারি ।


মেঘই শুধু তোর জন্য
হাজার কষ্ট শয়
মেঘকে কখনও করিস না পর
মরতেও যদি হয় ।