তুমি আসবে বলে ত্রস্ত চোখ জাগে
রোদে ফোঁটা ফোঁটা স্বেদ বিন্দু ঝরে
ঘড়ির কাটার দীর্ঘ ঘুম আসে
অপেক্ষারা ঝুলে চোখের কার্নিশে
হাওয়ায় হাওয়ায় আমার স্বপ্নেরা
উড়ে লাল নীল হলুদ পাখি হয়ে।


অতঃপর তুমি এলে নীল খাম
বন্দী কিছু বিষাদের শব্দ নিয়ে
অন্ধ ঝড়ে পাখির ডানা ভাঙে
সুতো কাটা ঘুড়ি ভাসে দূরাকাশে