কাশ ফুলের বুকে এখন গুচ্ছ গুচ্ছ মেঘ
এ শুভ্র বনের দেহে কোন রোদের নাচ নেই
নীলাকাশ  মুখ গুজে আছে গাঢ় অন্ধকারে
নদীও ভুলে গেছে গন্তব্য এ বৈরী সময়ে।


এখানে নীল শাড়ি পড়া  মেয়ের উচ্ছলতা নেই
কাশফুল হাতে নিয়ে শিশুদের দুরন্তপনা নেই
শূন্য নীলে ধবল বকদের উড়ো উড়ি নেই
প্রেমিক যুগলের কণ্ঠে  শারদীয় গান নেই।


কেন নষ্ট আঁধার আসে জ্যোৎস্না ধোয়া এ বনে?
মেঘেরা কি ডানা মেলে ভোরের শরৎ উৎসবে?