শুরুটা গোলাপ নিয়ে;
মেঘলা আকাশ পেখম খোলে
অবারিত বারিষণে; আর গোলাপ গন্ধ ছড়ায়
হৃদয় হরণ করে।


সেই গন্ধে কেউ গড়ে
আবার কেউবা ছাড়ে; একটি গোলাপ ফুল তো
ফুলেরা ফুল হয়ে
ফুলদানিতেই শোভা করে।


এখন যেমন; আর ভবিষ্যতেও।


চর্চিত মাঠে চাষির হাসি
নিজ ক্যানভাসে, ফুলেরা ফুল হয়ে
যদি বাগান হাসায়।  
আর...
তুমি গোলাপের গন্ধ নিলে
কেউবা ভাতের গন্ধ পাবে
জীবন চলার পথে ঘাটে।।


এখন যেমন; আর ভবিষ্যতেও।


মেঘলারা মেঘলাই থাকে
ফুল যদি আপন গন্ধ না ছড়ায়
মনুষ্য পৃথিবীর
মানব প্রেমের সহজাতে।।


রচনাকালঃ
১৮ জানুয়ারি ২০১৯