লাশের মুখে রক্ত; ঠোঁটে কামড়ের দাগ
সারা শরীর ক্ষতবিক্ষত
এ আবার কেমন সমাজ?
অবুজ মনের অবুজ ভাবনায় খেলার বায়না
তাই বলে শিশু সায়মা জীবন দিবে
এ আবার কেমন সমাজ?
ধিক্কার প্রতিবাদ আসে না মুখে
অসভ্য এ সমাজে; উন্মুক্ত ফাঁসি হোক
এটাই সভ্য সমাজের প্রতিবাদ।।
রচনাকালঃ
০৭ জুলাই ২০১৯