জীবন এখন বসন্তহীন;
বসন্ত ফুলে ফুলে, পত্র-পল্লবে।

জীবনে আসুক নেমে
বসন্তের ফল্গুধারা।।

সবার মনে রঙ আসুক
জীবন-মন পূর্ণতায় ভরে উঠুক।।

রচনাকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২০