রোদে পুড়ে
বৃষ্টিতে ভিজে
হাড় কাঁপুনি শীতে
বারো মাস।।

এই আমি
তবু তো আছি;
আছি তো সুখে
জীবন বসবাস।।

তবু তো আছি
ফাগুন রাঙা
আছি এই বসন্তে
জীবন বসবাস।।

রচনাকাল : ফেব্রুয়ারি ২৪, ২০২০