তপ্ত বৈশাখ আর
ব্যথিত শ্রাবণ জুড়ে
বিস্মৃতির মায়া জ্বালে
কখনো জ্ঞাত বা অজান্তে
মনের আকাশ ভারি করে তোলে।


স্মৃতিরা ধবল পাখি হয়ে
আপন নীড় থেকে নীড়ান্তরিত হয়;
কখনো পাথরের মতো
আবার কখনো নিঃস্পৃহ।


নড়ে চড়ে আবার
পথ চলিবার পথে
হারিয়ে যেন পথ,
বিচ্ছিন্নতা তাড়িত করে
আহত হৃদয় প্রতিনিয়ত।


মানুষ আমি
ভাবে না তো সমাজ আমার।।