আবার যদি না আসি ফিরে
নশ্বর এই পৃথিবীর প্রান্তে;
তবে তাই বেশ।


পৃথিবীর মায়া ছাড়ার আগে
মানুষে মানুষে যুদ্ধ
মানসিকতার দ্বন্ধ
পোশাকে পোষকের দ্বন্ধ
নির্মূল করাই আজন্ম প্রতিজ্ঞা।


আবার যদি না আসি ফিরে
পৃথিবীর গায়ে গায়ে
মানবিক পৃথিবী
ভালোবাসার পৃথিবী
মানুষের বাসযোগ্য পৃথিবী
দেখে যাওয়াই আমার স্বপ্ন সাধ।।


আবার আসতে চাইব না
হোক এমন পৃথিবী
যে পৃথিবী মানুষের
যে পৃথিবী মানবতার
যে পৃথিবী ভালোবাসার
যে পৃথিবী কেবলই সাম্যের।।


রচনাকালঃ
ঢাকা, ২০ ডিসেম্বর ২০২০