ওরা অন্ধ
প্রতিবাদী মন বন্ধ করেছে
সবার রুদ্ধ চলার ছন্দ ৷


ওরা বধির
প্রতিসৃত কত নদীর চিৎকার বাঁচাও
তবে কার প্রতীক্ষায় অধীর ?


ওরা ঘুমিয়ে দিয়েছে কত
পুড়িয়ে ঘড় , মুখ দাবানলে
রেখেছে ঘুরিয়ে ৷


ওরা কাপুরুষ
ইজ্জত নেয় মানুষ ওরা ?
মান আছে ওদের , নেই
কোনো হুঁশ ৷


তুমি এসো শ্রী
লাগুক যতই বিশ্রী হাতে
তরবারি নাও তনুশ্রী ৷