কোনো গাছের পাতাকে যদি জিজ্ঞেস করা যায়,
কেমন আছে সে ? ও কি উত্তর দেবে বলে মনে হয় ?
হয় চুপ করে রবে, নয়তো মাথাটা একটু দোলাবে,
সব প্রশ্নের উত্তর দেবার, গাছের বা পাতার নেই দায়।
অথচ উত্তর না দিলে অনেকের তাতে মন খারাপ হয়,
নীরব থেকে নাকি অবজ্ঞা করা হয় মানুষের বেলায়!
ভালো আছি অথবা ভালো নেই এসব কথা বললে,
আসলে কি কথাগুলো একদম সত্যি বলা হয় ?
মানুষের জীবনে সুস্থ থাকাটাই অনেক বড় কথা,
অন্ততঃ আমার তো এমনই ধারণা,এ কথাই মনে হয়।
আমাদের জীবন অনেকটা গাছের পাতাদের মতই,
পরম আশ্চর্য তো এই পৃথিবীতে বেঁচে থাকাটাই।
সময় হলে, বা হঠাৎ ঝড় এলে কখন যে টুপ করে,
আভাস না দিয়ে,কিছু না বলে,কি জানি কেমন করে,
সকলের অজান্তেই নীরবে, চুপিসারে খসে পড়ে যায়!
মানুষের জন্ম পেয়ে,সত্যিকারের মানুষ হয়ে কি আর,
কখনও একা একা এই পৃথিবীতে ভালো থাকা যায় ?
জীবনে যত জন আছে,সকলে ভালো থাকে সবসময়,
সন্তান, আত্মীয়, বন্ধু, মা-বাবা, যে যেখানেই থাকুক,
সবাই ভালো ভাবে তাদের জীবন কাটাতে পারছে!
সকলে কি শিখেছে, কি করে ভালো থাকা যায় !
জানে সব কথা ? ভালো থাকবার কি কি উপায় ?
যদি ব্যাপারটা তাই হয়, তবে কারো অসুখ কেন হয় !
কেন মন খারাপ হয়? জরা কেন শরীরে থাবা বসায়?
দূর থেকে যমদূত, কেন মাঝে মাঝে উঁকি দিয়ে যায়!
প্রিয় মানুষ চোখের সামনে কি করে হয় পলিতকেশ ?
কেউ শুধালে, কি করে বলি, এই তো আছি বেশ !
কেমন আছো? কেমন আছেন? বা কেমন আছিস?
আপাত সহজ এসব প্রশ্নের উত্তর, ততটা সহজ নয়।
যে উত্তরই দেওয়া হোক না, তা পুরোপুরি সত্যি নয় !
তাই কখনও বা নীরবে হাসি, কখনও চুপ করে রই।
মিথ্যে বলার চেয়ে, কথা একটু কম বলা, ভালোই।