একটি সরু সূতোর ওপর দিয়ে হেঁটে যাওয়া,
সুখের সাগর, দুঃখের সমুদ্রের ঢেউ করুক বিচলিত !
হাবুডুবু জল খেলেও অটল বিশ্বাসে ভরা থাক মন,
কাটাতেই হবে যখন আমাদের এই জীবন !
নৌকায় থাকে যদি ফুঁটো, তবু ভেসে থাকা চাই,
রোজ সেঁচে ফেলা চাই হৃদয়ের গরল জল,
তবেই অন্তরের অমৃত হয় স্বচ্ছ টল টল !
মানুষের জীবনে এটাই তো পরম পাওয়া।
সাথে শুধু থাকা চাই ব্যালেন্সের কোনো যাদু,
যে কোনো কাজ মনযোগ দিয়ে করা চাই চাঁদু !
হোক না তা "নারদের তেলের বাটি"
অথবা বানজারা মেয়ের হাতের লাঠি ।
সামঞ্জস্য বজায় রেখে চললেই একদম বাজিমাৎ,
সকলের বেলায় একই কথা, এখানে নেই জাতপাত।



(বানজারা মানে যাযাবর। লেখার সময়ে মাথায় আসেনি শব্দটি🙏)