ভেবেছিলাম ডালের বড়ি খায় শুধু বাঙালি,
তোর ছেলের শুধু নয়‌ প্রিয়, কলাই ডালের বড়ি!
বড়ি নিয়ে বাঙালীর ভালোলাগা সত্যিই বাড়াবাড়ি।
তোদের ওখানে পাওয়া‌ যায় না, বলেছিলিস।
আমার সহজ উত্তর, "অনলাইনে খুঁজে দেখিস !"
"অনলাইনে কি পাওয়া যাবে ?",
তুই তো সন্দেহ প্রকাশ করেছিলিস !


এখানে বড়ি পাওয়া যায় প্রায়ই, দোকানে মুদীর,
তবুও জানতে ইচ্ছে হয় খবর শপিং মলের ।
না, ওরা দিতে পারেনি আমায় কোনো সদুত্তর !
কাজে কাজেই এবার নিতে হয় খোঁজ আমাকেও _
বড়ি নিয়ে আছে যত লেখা, অনলাইন মার্কেটের ।
প্রথমেই খুলে গেল বংহাট বলে নতুন এক পেজ,
তারপর আরও যে কত নতুন নতুন খোঁজ !


এমনকি তোদের পুণেতেও দোকান আছে বাঙালীর,
ছবিও দেখলাম খান পাঁচ-ছয় দোকান বাঙালীদের।
নেটে মনবাংলা,পুস্পবাংলা,কেভিডি,রান্না বা জেকে,
সকলেই এরা, নানা রকম ডালের বড়ি রেখে থাকে।
শুধু তাই নয়,মশলাদার পাঞ্জাবী বড়িও পাওয়া যায়,
আর রাজস্থানী মুগ ডালের বড়িও নিশ্চয় সুস্বাদু হয়।
আছে নানান উপায়, অনলাইনে বড়িও পাওয়া যায়।