কাঁসা, পেতল আর সোনা চেনার ক্ষমতা ছিল না,
আসল আর নকল সোনার তফাৎ আজও বুঝিনা ।
তার মানে প্রমান হলো যে, আমি আর যাই হই,
কষ্টিপাথরের মতো অতুলনীয় যোগ্যতা আমার নেই।


অবাক হই চোরেদের হাত সাফাইয়ের কথা ভেবে,
কোনটা সিটিগোল্ড আর কোনটা সোনার গয়না,
দেখে কি করে যে ওরা চেনে, পারলে টেনেই নেবে !
ভুল করে সিটিগোল্ড নিলে আর কি ফিরিয়ে দেবে ?


ছোটোবেলায় ঘষে ঘষে পেতলের বাসন মেজেছি,
সোনালি চকচকে করে, মাকে খুশি করতে চেয়েছি।
তেঁতুল আর সাবান নয়, ছিল বালি ও আম্রুল পাতা,
পুকূরঘাটে সময় কাটানোর ছলে, লাগতোনা ছাতা।


পূজো পায় বলে ঠাকুরকে যে হিংসে করতাম তা নয়,
প্রসাদের সিংহভাগ তো আমাদেরই দেওয়া হয়।