জীবনানন্দ পড়লে, ট্রাম কি ভোলা চলে ?
কলকাতার রাস্তায় ট্রামের নেই তাড়া,
বিষ ধোঁয়া নেই, বেশ গুটি গুটি পায়ে চলে।
একটু ধীরে চলে বলে অপছন্দ?
আমার কিন্তু বেশ লাগে ।


পুরোনো বেনারসের সরু গলি__
স্বপ্নের ঘোরে যেন নিশিতে পাওয়া।
বহু জনমের কোনো অমূল্য স্মৃতিকে দেখা__
"হল্ট" কথাটা শুনে, চমকে মুখপানে চাওয়া,
চেনা মুখ দেখে নিশ্চিন্তে থাকা।


হাজার বছর আগের পুরোনো পাঁচিলে ঘেরা,
মন্টিনিগ্ৰোর বুডভা নামের শহরের কিছু কথা শুনে,
খুব স্বাভাবিক ভাবেই, গৌতম-বুদ্ধকে মনে পড়ে ।
ট্র্যাফিক জামের দাপট থেকে পালিয়ে রেড রোডে,
ট্রাম ছুটে চলে অন্যদের চেয়ে একটু কম স্পিডে ।


সেই অবসরে মাথা চাড়া দেয় আজগুবি ভাবনারা,
এখন তো বিদ্যুতের ব্যাটারীতে চলে গাড়ি।
তাই বলে কি ট্রামকে প্রাগৈতিহাসিক বলা হবে ?
আঁকা বাঁকা লাইন দিয়ে ট্রাম গাড়ি তবু চলবে,
ঠিক একদিন শহরে শহরে এই কথাগুলো ফলবে ।


এ্যাড্রিয়াটিক সাগর হোক কিংবা বঙ্গোপসাগর ,
পরিবহন উন্নত হলে টিকবে শহর।
পরিবেশ সুন্দর হলেই লোকে বেড়াতে আসবে,
দিকে দিকে সারা পৃথিবীতে শহরের নাম ছড়াবে!
কবিতার পাতায়, ট্রামের ইতিহাস লেখা হবে।