_____কি রে ঝুমঝুমি ? কি দিয়ে খেলি আজ ?


______আর বলোনা সোনামণি, পুরো নিরামিষ !
বাড়িতে গোপাল পাতা হবে যে !
শুভ দিন । জন্মাষ্টমী ! কৃষ্ণঠাকুর গোপালের জন্মদিন বলে কথা !
গোপাল রসিয়ে খাবে! আমরা কি আঙুল চুষবো ?
তাই আমাদের জন্যে একটা রসা, পটল ভাজা, আর পণীরের ডালনা ।


_____রসা মানে ?


______ঐ যে, বড়ি আর সব তরকারি,
দিয়ে ঝোল ঝোল, খেতে খুব বাজে,
ইস ! একদম বিচ্ছিরি !


______ও, বড়ি দিয়ে নিরামিষ ঝোল !  
কেন ওটা তো খেতে বেশ ভালো হয়।
তোর কি তাহলে পছন্দ শুধু ম্যাগি !
সব দিন কি আর মাছ, মাংস, ডিম হয় ?


______মোটেও না !
আমি তো আলু সেদ্ধ,আর ঘী ভাত,
একদম পেট ভরে খেয়ে নিই।
আমার তো বেশি কিছু লাগেনা।


________কিন্তু ক্যারাটে শিখিস !
পরিশ্রম হয়, একটু শক্তিও তো দরকার !
সবজিতে যে আছে ভিটামিন ভরপুর !
শাক সবজি খেতে হয় পরিমানে প্রচুর ।


_______শাক খেতে আমার ভালো লাগেনা।
শুধু লাল শাক খাই, আর পালংশাক,
কিন্তু ওটা তো আবার শীত ছাড়া পাওয়া যায় না।
মাছ মাংস আমি এমন কিছু ভালো বাসিনা !
আলু সেদ্ধ পেলেই আমার খাওয়া হয়ে যায়,
হাবি জাবি, ডাল, ভাজা, টাজাও কিচ্ছু লাগেনা।


______যদি তোকে দেওয়া হয় বিরিয়ানী ! খাবি না ?
____দিয়ে তো দেখো! শুধু শুধু গল্প ভালো লাগে না ।


___হুঁ, বুঝেছি। পাপাই কে দেখে পালং শাক খাওয়া!
ধর, যদি তোকে কোনো অপশন হয় দেওয়া ?
কষা মাংস আর আলু সেদ্ধ, কোনটা খাবি ?


_______আমি বাপু আলুসেদ্ধ ভাতের অপশনটাই নেবো। কষা মাংসের বাটিটা নিয়ে ফ্রিজে রেখে দেব।


______এ্যাঁ !  শেষ পর্যন্ত বাটি শুদ্ধ গায়েব !
বুঝেছি তোমার পছন্দ আমি বেশ !
তোমায় সেলাম জানাই মেমসাহেব !