দিমিত্র রাজুমোকভ এর কথাটা বেশ ভাববার বিষয়,
বরাবরই রাজার চেয়ে মন্ত্রীর বুদ্ধি বেশী হয়।
রাজার বোকামো দেখে টুনটুনি পাখিও হাসে,
খুব তুচ্ছ কারণেও যে রাজার নাক কাটা যায়।
এখনকার দিনের রাজনীতিতে রাজা না থাকলেও,
জনগনের প্রতিনিধিকেই তো রাজা মনে করা হয়।
ভোটের মাধ্যমে যদিও জনপ্রতিনিধি ঠিক করা হয়,
আসলে "কিং মেকার" ই জনপ্রতিনিধি কে জেতায়।
একটা টিভি শো এর নাম "সারভেন্ট অফ দ্য পিপল" হিরো জেলেনস্কি, মন দিয়ে করেছিল এতে অভিনয়।
রাজা তো জনগনের সেবক বটেই, কথাটা সত্যি হয় !
রাষ্ট্রপতি হয়ে জনগনের সেবা করবার সুযোগ পায়।
কিন্তু যে তাকে সাহায্য করেছে ভোটে জিতে আসতে,
তাকে কি রাজ্যের মন্ত্রীর মতো সম্মান দেওয়া যায় !
একটা সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে যিনি ছিলেন,
ভ্লাদিমির ওলেক্সান্দ্রভিচ জেলেনস্কির পরামর্শ দাতা।
ভোটে জিতিয়ে রাষ্ট্রপতি তৈরীর পর পুরষ্কৃতও হলেন,
ভারখভনা রাদা র চেয়ারম্যানের পদেও বসেছিলেন।
শুধু তাই নয়,"সারভেন্ট অফ দ্য পিপল" পার্টির নেতা,
ইউক্রেনের "ন্যাশনাল সিকিউরিটি এ্যান্ড ডিফেন্স" , কাউন্সিল এর মেম্বারও হয়েছিলেন।
এসব কিছুই তার কৃতকর্মের পুরস্কার তো বটেই !
কিন্তু সম্মান জানাবার পর কি এমন ঘটনা ঘটলো !
যে, এসব পদ থেকে তাঁকে সরে আসতে হলো ?
রাজাকে তো এইজন্যই বোকা বলে মনে হয় ।
নাহলে কিং হবার পরে কেউ, কিং-মেকার কে সরায় !
রাষ্ট্রই যদি না থাকে বা রাষ্ট্রের মানুষ যদি কষ্ট পায়,
কি হবে শুধু শুধু মেতে এসব যুদ্ধ যুদ্ধ খেলায় !
চাষ বাস ফেলে সবাই যদি অস্ত্র নিয়েই মেতে থাকে,
দেশের জমিতে তবে এখন, ফসল কারা ফলায় ?
"জার"দের আমল তো ফুরিয়েছে ওখানে অনেকদিন,
"এক যে ছিল রাজা" র গল্প কি আর কেউ শোনায়!