জগতে মানুষ আছে অনেক রকম,  জানা কথা,
কেউ কেউ চায় আসতে স্পট লাইটের তলায়,
তা না ঘটলেই হিংসা, দ্বেষ, মনে অনেক ব্যাথা।
ভোর হতেই কোকিলের কুহু তান, কাকের রব কা কা,
ভাবখানা আমাকে দেখুন,গুডমর্নিং একেবারে ছক্কা !


ফেসবুকের পোষ্টে ছবি দেওয়া চাই রোজ,
কোথায় কোথায় বেরিয়ে এলেন, কি কি খেলেন ,
অবশ্যই ফলোয়ারদের জানানো চাই !
সমাজ সংস্কার ?  আরে বাবা, সেজন্যে তো ____
আছে সরকার, এন.জি.ও আর নেতা দাদাভাই।


তারাও অবশ্য কম যান না, যাই দান করুন,
কম্বল, ওষুধ কিংবা রেশনের খাবার দাবার,
সে সব ছবি করেন পোষ্ট স্যোসাল মিডিয়ায়।
মাঝে মাঝে কিছু কিছু লোক আবার ভাবে,
কালে কালে এই দুনিয়াটা যাচ্ছে গোল্লায় !


এতদিন পরিবেশ দূষনের, কত না লেকচার বাজি,
এখন যুদ্ধে উড়ছে মিসাইল, রকেট, ভাঙছে বাড়ি,
ওখানে মানুষ থাকে মাটির তলায়, কোথায় কাজি ?
কোটরের বাইরে এলেই মানুষকে মানুষ ধরছে ঘিরে,
এ যে কাক আর প্যাঁচার, অসম লড়াই দিন দুপুরে !


ব্ল্যাক সি নিয়ে ছিল তো লড়াই আগা গোড়াই,
সবসময়েই লোকে, বোঝে শুধু যে বানিজ্যটাই,
মানুষের প্রাণ আজ অতি তুচ্ছ এই দুনিয়ায় !
তাই, বুঝে শুনে লোকে মনে হয়, চুপ করে রয়।


শুধু প্রায় অন্ধ পেঁচা, বাঁচার রাস্তা ভেবে না পায়,
তাই বোধ হয়, দিন গুণে যায় অন্ধকারের আশায়,
ওরা যে কাকের ভয়েই লুকিয়ে থাকে, বড়ই অসহায়।
আলোর মতোই অন্ধকারও জরুরী এই দুনিয়ায়।