ইচ্ছে ক'রে কি কেউ বেশিক্ষণ থাকে রান্নাঘরে ?
ভালো কিছু রান্না করলে, কারো কথা মনে পড়ে !
ক্ষতি হয় কিন্তু লোভে একটা লুচি বেশী খেলে,
আর, খাবারের ছবি পাঠিয়ে কাউকে লোভ দেখালে?
শাস্তিযোগ্য অপরাধের কথা ভাবতে হয় ।
খাবারের ফোটোতে যদিও কোনো প্রাণ নেই,
তবু ছবিটা আসলে খাবারের ভূত তো বটেই !
কাউকে লুচি খাওয়াতে ইচ্ছে হলে,
কেমন হয় লুচি পাতার ছবি পাঠালে ?
অথবা লুচি পাতার তরকারির কথা জানালে !
আগেকার দিনে লুচিপাতা দিয়ে হতো রান্নাবাটি,
বড়রা চিভ দিয়ে চক চক করে খেতো পরিপাটি!
জানলাম গুগলের কাছে, উপকারি নাকি এই শাক।
ইউরিক এ্যাসিড করতে পারে নিয়ন্ত্রণ!
এছাড়াও মিনারেলে ভরপুর, এ্যান্টি অক্সিডেন্ট।
লুচিপাতা শুকিয়ে অনেকে চা বানিয়ে খান।
রোগ প্রতিরোধে সক্ষম, দূর করে শারীরিক দুর্বলতা,
আছে এই লুচি পাতার নানান রকম ভেষজ ক্ষমতা !
হঠাৎ গায়ে যদি লেগে যায় শুঁয়োপোকা!
জ্বালা কমে যাবে লুচিপাতা ডলে, একটু রস লাগালে,
জানলাম যখন, পৌঁছে দিতে চাই সকলকে এই বার্তা।