আমি যে "শের আমি" নই, তা তো জানি আমিও,
জি আই জো এর মতো যে নই, তা জানো তুমিও ।
বলো তো বাবা, তবু আমায় আকাশে ছুড়তে কেন ?
চাইতে কি পায়রার মতো হোক আমার ইচ্ছে-ডানা ,
মানুষ হয়েও উড়ছি আকাশে, করছে না কেউ মানা !
সাঁতার না শিখেও মনে মনে বেশ উড়তে শিখেছি,
তবে রোজ সময় করে, তোমার খবর নিতে ভুলেছি।
মার সাথে তুমিও ভালো থেকো, এটুকুই তো চেয়েছি!
ফরাসী সেনা বাহিনীর সদস্য "শের আমি"র মতোই,
কর্তব্যপরায়ণ যেন হতে পারি, এই আশীর্বাদ চাই !
ওর মতোই সহ্য শক্তি টুকু যেন আমি পেয়ে যাই,
ক্ষত বিক্ষত হলেও সংসার সমুদ্রে ডুবে না যাই !
"ক্রস দ্য গুয়ের" এর মত পদক নাই বা মিললো___
কিছু এসে যায় না, বলো ? লোকে, কে কি বললো !
জি আই জোয়ের মতো মনের জোর টা তো আমি___ উত্তরাধিকার সূত্রে তোমাদের কাছেই পেয়েছি ।
কুঁড়ি মিনিটে কুড়ি মাইল হয়তো নয়, তবু দৌড়েছি ।
ঘটনাটা নিশ্চয়ই মনে আছে তোমার এখনও____
গনপিটুনির হাত থেকে একজনকে বাঁচাতে পেরেছি।
জানি, লোকটার মায়ের মুখের স্বীকারোক্তি শুনে___
সেই দিন, তোমারও লেগেছিল অনেক ভালো____
ছেলেকে ফিরে পেয়ে মা, কত খুশীই না হয়েছিলো !
আসলে, কখনও কোনো মানুষ যদি ভুল করে ফেলে,
কি করে সে শোধরাতে পারে, কেউ যদি দিত বলে !
বলো তো বাবা, চুপ করে থাকলে কি আর চলে ?
কাউকে হঠাৎ করে বিপদে পড়ে যেতে দেখলে !
তাই আজো ছোটোবেলার মতোই কিছু করতে পারি,
বা না পারি, নিরুপায় আমি দৌড়াই অকারণেই,
না দৌড়ে থাকতে পারিনা, ইচ্ছে তো হয় যাই উড়েই।
তোমাকেও তো দেখেছি আমি___ , বন্যার সময়,
কলাগাছের ভেলায় চড়ে বাড়ি বাড়ি জল দিয়েছিলে !