আঠারোই অগ্ৰহায়ন, তারিখটা ছিল ডিসেম্বরের চার,
মেলেনা সব বছরে, এক এক রকম এক একবার।
ভোর রাতে, সবার আগে দোয়েল জাগে,
তারপরেই ঐ সুরেলা বুলবুলি।
নাচতে নাচতে ফিঙে এসে, শুধায় হেসে,
তোরা আমার আগেই উঠে পড়লি ?
পেঁচানির সংসারের বয়েস হয়েছে পঁচিশ বছর,
অন্ধকার কাটেনি, তবু ঘুঘু বলে, ঘু, ঘু, ঘু ঘুউউউ,
এবারে তো তাহলে "সিলভার জুবিলী" !
প্যাঁচা শুনে খুশি মনে বলে, "করর্ করর্ করর্ কর্ ,
কিন্তু বাংলা ভাষা টা কি তোরা একেবারেই ভুললি ?
সিলভার মানেই তো রুপো, রজতশুভ্র রে , রুপালী !
রুপা থেকেই তো রুপিয়া, তোরা শুধু টাকা চিনলি ?
পারমিতার একদিনের "রজতাভ দত্ত" কে ভুলিসনি,
চুলে যে আমার পাক ধরেছে,কেন রঙ করে দিসনি?"
হয়েছে সকাল, কাক জানায় প্রতিবাদ, "কা কা কা,
হা হা হা ,আমার পালক বাইরে কালো,ভেতরে সাদা,
তুই রাতে ভালো দেখিস, আর আমি দিনে রে দাদা !"
কালো বলে তো আমার কতই নিন্দে করিস,
এখন কেন নিজেদের পালক গুলো রঙ করতে চাস?
একজন তো বলেছিলেন "টাকা মাটি, মাটি টাকা",
তোরা কি কেউ আর সে সব কথার মূল্য বুঝিস !