মানুষের মতো কবিতার প্রাণ নেই, তবু ভালোবাসি,
মাঝে মাঝে যখন সন্দেহ হয়, সত্যি কি বেঁচে আছি ?
কবিতা পড়ে প্রাণে সাড়া জাগলে বুঝি,আবেগ আছে,
তার মানে, আমি আসলে কোনো ধাতব যন্ত্র নই !
স্বীকার করা ভালো, একরকমের যন্ত্র তো বটেই ।
পড়ে গেলে, আছাড় খেলে, এখনও ব্যথা পাই,
প্রিয়জনকে না দেখলে, প্রিয় মানুষের সাথে ____
কথা বলতে না পারলে, মনে একটু হলেও কষ্ট হয়,
সে যন্ত্রনাও পারে, আমাকে অনেকটা আনন্দ দিতে,
অনুভব করি, বেঁচে আছি, পারি ভালোবাসতে।
মানুষের প্রাণ আছে বলেই তাকে ভালোবাসা যায়,
নিস্প্রাণ কবিতাও আজ, মানুষকে টেক্কা দিতে চায়।
মানুষের জীবন যে, কবিতার চেয়ে দামী, তা মানি,
মৃত মানুষ কবিতার মতোই, স্মৃতিতে কিছুদিন রয়।
সচল এই যন্ত্রটার ওপরেই যেন, মৃত্যুর যত লোভ,
নানা রকম অসুখের ফাঁদ পেতে রেখেছে ভুবনে___
লিখতে কলম লাগেনা, আঙুল চালানোও সুকঠিন,
যখন অকারণ মন খারাপ, বাসা বাঁধে এই মনে।
এই পৃথিবীতে, আমার-আমার নাকি ভাবতে নেই,
যা আছে চেতনায়, আপন ভাবি তো অনেক কিছুই।
জানি মৃত্যু আমায় আপন করলে,আমার কিছুই নেই!