জীবনের দুঃখের অগাধ সমুদ্রের নোনা জলে,
সুখের ফেনা খানিক দোলে, যেন ঢেউয়ের তালে।
গোলাপের কাঁটাকে ভয় পেলে বা অবহেলা করলে,
ওরাও প্রতিহিংসায় দেয় আঁচড়ে, নেয় মাংস খুবলে।
জীবন যুদ্ধের সংগ্ৰাম জিততে পারলে,
মানুষের গলায় সফলতার মালা দোলে।
ঊষর,অচেনা পথে তোমার সাবধানী পা ফেলা,
ক্ষত-বিক্ষত-মনে হয়তো তাই এতো কম কথা বলা।
যদি কোনও সরাইখানা, চলার পথে নাই বা মেলে,
বিশ্রাম নিয়ে নিও কোনো এক গাছের তলে।
যদি দক্ষিণা বাতাসে গোলাপের গন্ধ ভেসে আসে,
বুঝে নিও তখন, আমি নিশ্চয় আছি তোমার পাশে।
কাঁটা ফুলকে পাহারা দেয়, ফুলকে ভালোবাসে বলে।
কি এমন দরকার,গাছ থেকে ফুল ছেঁড়ার !
প্রিয়তমাকে উপহার দিতে চাইলে,
ফুলসহ গোটা গোলাপ গাছই নাহয় দিলে !
গোলাপের গন্ধ অনুভব করতে চাইলে,
নাহয় কখনও একটু সময় করে,
কোনো গোলাপ বাগানে গিয়েই বসলে !
আর গোলাপ যদি তোমাকে ভালোবাসে ?
ফুলের পাপড়ি খসে পড়বে তোমার গায়ে এসে।
ঠিক যেমন প্রজাপতি এসে ফুলের ওপর বসে !
অপেক্ষার কাঁটার আঘাতের আছে যত ব্যাথা,
মনে করাবে তোমাকে ভুলে যাওয়া কিছু কথা ।
বলা যায়না, তার মাঝেও হয়তো কিছু কিছু কাঁটা ,
রক্ত ঝরাবে, হয়তো অকারণেই তোমাকে কাঁদাবে।
ভালবাসার শুকনো ডালে, তোমাকে অবাক করতে,
নিশ্চিন্তে ফুটে উঠবে আর আলোর মতো রঙ ছড়াবে,
সুগন্ধে নিজের চারপাশটা, বেশ মাতিয়ে তুলবে।
কে যে ফুল আর কে কাঁটা, তুমি কি বুঝতে পারবে ?