নব  কল্লোলে  মাতিল বৃক্ষরাজি
ধরা আপন রূপ  চিনিতে নারি প্রাতে
চন্দ্র, সূয্য, ধ্রুবতারা উঠিয়াছে সাজি
আষাঢ় গগণ যেন চুম্বিল তাহাদের হাতে
সদা যেথা নিরুদ্দেশের পথে;
মোর বীনার সুর মিটিয়া আপন সাধ
দিগন্তরে চিনিল, করিল নিজ সাথে
ফুটিল পুষ্পদল ভাঙিয়া  নিষেধের বাঁধ।