সস্তায় পাওয়া একটা বিকেল, শুধু নিঃসঙ্গতার অনুরণন।
তবু নোনা জলে চোখ ধুয়ে অপেক্ষায় থাকে চাঁদ।
শীতঘুমে ছিলে বুঝি!


পড়ন্ত আলোয় ভেসে থাকে তোমার স্তব্ধতা...
জানি  তুমি হারিয়ে  যাবে সভ্যতার অলীক স্বপ্নে-
হয়তবা নিরুত্তাপে, এক হাজার অমাবস্যা পেরিয়ে।