কবিতার পাঠক কবি ছাড়া খুব কম লোক তার দলে,
কবিতার মর্ম বুঝে না সবাই কবিকে পাগল বলে।
আমার কবিতা আমি পড়ি যখন সময় পাই,
কবিতা আমার তৃষ্ণার জল তা জানে না সবাই।


কবিতা দেয় না টাকা পয়সা কবিতা দেয় আনন্দ,
তা জানে শুধু যাদের কবিতার সাথে সমন্ধ।
কবিতা আমার সন্তান তুল্য আমার ছেলে ও মেয়ে,
অন্তর আত্মার তৃপ্তি যে পাই তাদের দিকে চেয়ে।


আমার কবিতা বিশাল জমিন আমি শব্দ চাষি,
সাগর জলে লুকিয়ে থাকা মুক্ত রাশি রাশি।
আমার কবিতা আমার কাছে বিশাল এক পৃথিবী,
তার মাঝে কি রত্ন আছে তা জানেন শুধু কবি।