আমরা সবাই জানি,
আঠারো বছর আগে বিবাহ বাল্য বিবাহ মানি।
আইন শাস্তি যতই থাকুক আইনের ধারায়,
চারিদিকে বাল্য বিবাহ আজো দেখা যায়।


যে কারনে হয়,
জানতে হবে এসব কথা জানিও নিশ্চয়।
সামাজিক নিরাপত্তাহীনতা পিতা মাতার ভয়,
দরিদ্র অর্থনৈতিক কারণেও বাল্য বিবাহ হয়।
আরো আছে নিরক্ষরতা লেখা পড়ার অভাব,
কম বয়সী ছেলে মেয়েদের উপরে পড়ে প্রভাব।


এবার বলি কুফল,
কম বয়সে সন্তান নিতে হয়না যে আর সফল।
কম বয়সে গর্ভ ধারণে স্বাস্থ্যহীনতায় ভুগে,
কিশোরী মেয়ে মানসিক ভাবে ভুগে নানান রোগে।
যে বয়সটা সবার ক্ষেত্রে লেখা পড়ার হয়,
তাদের ক্ষেত্রে সংসারের চাপ হয় বিপদ ময়।


আসুন করি প্রতিকার,
শিক্ষিত মেয়েরা যে দেশের অহংকার।
পিতা মাতার মনে যদি এই কথাটি জাগে,
মেয়ে আর বিয়ে দেবে না আঠারো বছর আগে।
তরুণরা যদি এগিয়ে এসে প্রতিকারে করে কাজ
গড়তে পারে বাল্য বিবাহ মুক্ত সুশীল সমাজ।
বাল্য বিয়ে ভালো নয় এই প্রত্যয় ব্যক্ত করি।
আসুন আমরা বাল্য বিয়ে মুক্ত দেশ গড়ি।