ভেবেছিলাম বুঝবে আমায়, বুঝলে শুধুই ভুল,
কাটা ভেবে নিলে না তো আমার দেওয়া ফুল।
নিলে না তো হাত বাড়িয়ে একটু আমার প্রেম,
জানলে না তো তা যে ছিল খাদ বিহীন এক হেম।


দেখলে না তো নয়ন তুলে কাতরভরা মূখ,
ছিল কত ভালোবাসা নীরব মনের সুখ।
কাঁদছিল মন খুব একাকি রাগে অনুরাগে,
বুঝলে না তো ব্যথাটা মোর অন্যে বুঝার আগে।


তোমার থেকে বেরিয়ে এসে আজকে আমি দেখি,
বড্ড ভালোবাসে সবাই ঝরতে দে না আঁখি।
আজকে কেন যাচ্ছো তুমি নয়নজলে ভেসে,
ভেজা কাপড় শুকাবে কি ধুলে বেলা শেষে।