ভুলছি নাগো কেওরে আমি, ভুলাই লাইছে সময়,
কইতাম পারিনা কোন সময় রাইত, কোন সময় দিন হয়।
একমুইট ভাতর লাগি, করি কত কাম,
পরিশ্রমে ভুলি লাই, বাপ দাদার নাম।
.
মায় কয় বাপ উসদ আনিছ, পুয়ায় কয় চকলেট,
বাবায় কইন বাপ কয়দিন থাকি, নাই বিড়ি সিগরেট।
পুরিয়ে কয় বাবা এবার পূজাত, নয়া জামা দিও,
মার লাগি আগর লাকান, চানাচুরমুর আনিও।
.
দাদু নায় তেমন কুন্তা, একটু তামাক খাইন,
দাদির লাগি পান না আনলে, মুখ ভরি গাইলাইন।
ঘরর খরচ কিলা আনতাম, চিন্তাত পরছি,
কেউরির দোষ নায়গো আমি, বিয়া কইরা টেকছি।
--------------------------------------------------


(ভুলিনিতো কাউকে আমি ভুলিয়ে দিছে সময়,
বলতে পারিনা কখন রাত কখন দিন হয়।
এক মুষ্টি ভাতের জন্য করি কত কাজ,
পরিশ্রমে ভুলে যাই বাবা দাদার নাম।


মা বলেন ঔষধের কথা ছেলে বলে চকলেট
বাবা বলেন কয়দিন থেকে নেই বিড়ি সিগারেট।
মেয়ে বলে এবার পূজোয় নতুন জামা দিও
মায়ের জন্য আগের মতন চানাচুর এনে দিও।


দাদু নয় তেমন কিছু অল্প তামাক খান,
দাদির জন্য পান না আনিলে মুখ ভরে গালি শুনান।
ঘরের খরচ কিভাবে আনবো চিন্তায় পড়ে গেছি,
কারো দোষ নেই তাতে বিয়ে করে সমস্যায় পড়ছি।)