রাত পোহালেই বুড়া-বুড়ি করে ঝগড়াঝাঁটি,
বুড়ি বলে তোমার সাথে জীবন হলো মাটি।
বুড়া বলে মাঝ বয়সে ছিলামতো বেশ সুদর্শন,
কত মেয়ে আমার পিছে ঘুরে ছিল সর্বক্ষণ।


বুড়ি বলে আমিও ছিলাম এক বাপের এক মেয়ে,
কত ছেলে পথ হারাতো আমার দিকে চেয়ে।
দিনশেষে বুড়া-বুড়ির ঝগড়াঝাঁটি শেষে,
হাসি দিয়ে একে অন্যের সাথে যেতো মিশে।


মাঝে মধ্যে দেখা যেতো বুড়ার অসুখ হলে,
বুড়ি কিন্তু যেতো ভেসে দুই নয়নের জলে।
তেমনি বুড়া ভাসতো ভালো বুড়িকে খুব বেশি,
তা দেখে হাসি ঠাট্টা করতো প্রতিবেশি।


আগামীর বুড়া-বুড়ি কো’জন এমন হবে,
স্বামীকে ফাকি দিয়ে অতীত প্রেমিক খুঁজবে।