বন্দি ঘরে বসত করে বাড়ছে মাথার চুল,
ভাগ্যে আমার জুটে না আর ভালোবাসার ফুল।
বউটা আমার রাগ করে তার গেছে বাপের বাড়ি,
বলছে আমায় আসবে না আর না কাটলে দাড়ি।


এসব ছিলো বাহানা তার সত্যি এসব নয়,
মনের মাঝে আছে যে তার করোনার ভয়।
দীর্ঘ ক্ষণে মোবাইল ফোনে বললো সেদিন কথা,
আমার এমন ব্যবহারে পেওনাকো ব্যথা।


চুল দাড়ি তো বড় নয়গো বড় হলো জীবন,
ঘরের বাহির হবে নাগো দাঁড়িয়ে আছে যাবন।
একের হলে দশের হবে তাই সতর্ক থাকো,
আমার চেয়ে ঈশ্বরকে যত পারো ডাকো।


তোমার সাথে মরতে পারি ভয় নেইকো তাতে,
পরিবার বিপদে পড়বে রইলে তোমার সাথে।
বোঝনাগো তার জন্য দূরে আছি সরে,
রইলে বেঁচে পাবে কাছে করোনার পরে।