গাড়িতে বসে ঘড়িতে দেখি
বাড়িতে যাবার কালে,
চলে গেছে ভোর হয়েছে দুপুর
বিকাল আসছে চলে।


সন্ধ্যা ঘনাবে আঁধার নামবে
মিলাবে সূর্যের কিরণ,
দেখে দেখে সব ফুড়াবে উৎসব
বদলাবে পথের ধরণ।


জীবনের বেলা ভেঙ্গে খেলা
এমনি যাবে চলে,
সেই কথাটা কারো মনটা
ভাবেনি কোন কালে।


জীবনের ঘড়ি এমনি করি
পেরিয়ে নেবে সময়,
দেখবে হঠাৎ এসেছে রাত
সাথে কেউ-ই নয়।