মায়াভরা নদীর জলে নিত্য সাতার কাটি,
উতাল পাতাল ঢেউয়ের সাথে খেলছি দিবসরাতি।
ক্ষণিকের আনন্দে মেতে আছি সারাক্ষণ,
তপ্ত তনু মধ্য দিবস ছন্নছাড়া মন।

কাটতে সাতার ঐ নদীতে কার না মন চায়,
বেকুল পরাণ মন বেসামাল বশ করেছে মায়ায়।
শখের বসে দিয়ে যায় সেই নদীতে ডুব,
কেউবা সুখি কেউবা দুঃখি কেউ ব্যথিত খুব।