মনোহরা নজর কাড়া
মেয়ের বয়স ষোলো,
ভূরি যুগল করতো ঝলমল
মধ্যে টিপ দে কালো।

দীঘল তার কেশ লাগতো যে বেশ
রাখতো সদা খুলে,
হাসতো বেশি এলোকেশি
সাজতো নানান ফুলে।

পড়তো শাড়ী রোজ বাহারী
দু চোখ বাকা বাকা,
বক্ষে বাধা গোলাপ গাধা
পাপড়ি দিয়ে ডাকা।  

খুঁজ খবর নেই প্রতি দিনেই
হঠাৎ সেদিন শুনি,
বিয়ে তাঁর ঠিক সামনের তারিখ
বর নাকি বেশ গুনি।

মধ্যবিত্ত ছেলে যতো
তাদের ভাগ্য এমন,
তৈরি হবার আগে ভাঙ্গে
মনের শত স্বপন।