পৃথিবী বড় মায়াময়
কেউ কারো নয়,
এসেছি একা যাবো একা
স্থায়ীত্ব বেশি নয়।
যতক্ষণ আছি,
যাবার কালে কিছু রেখে যাই
যাতে মৃত্যুর পরেও বাঁচি।
সংসার অসার,
স্বার্থের কাছে পরাজিত
এক রাজকীয় তলোয়ার।
সংসার কবি জীবনের জন্য নয়,
সেথা প্রবেশ মানে জীবনকে স্ব ইচ্ছায়
বন্ধি করা হয়।
নাইবা পেলাম কাম পদ্মের সুমধুর ঘ্রাণ,
বন্ধি করতে চাই না আমার মুক্তমনা প্রাণ।