আমার একটি আকাশ ছিল
ঘননীল ভরপুর,
সর্বঅঙ্গে খেলতো যে তার
চৈত্রের রোদ্দুর।


হঠাৎ কেন এই জীবনে
আনলো ডেকে আধার,
পাইনা খোজে সমাধান তার
এমন কঠিন ধাধার।


রৌদ্র ছাড়া আকাশটা আজ
কেমন যেনো শূণ্য।
শুক্লপক্ষের আগমনেও
মনটা যে বিষন্ন।


ব্যথার শিরোনামে লিখি
মন খারাপের চিঠি,
জীবন প্রদীপ যাচ্ছে নিভে
জ্বলে মিঠি মিঠি।


চন্দ্র সূর্য করলো বুঝি
রাহু কেতু গ্রাস,
তাইতো আজ বদলেছে রঙ
আমার নীল আকাশ।