নব ফুলের পাপড়ি যখন মেললো প্রথম ডানা,
আসতে যেতে ফুলের বনে নিত্য দিতে হানা।
ছুঁতে তুমি ভালোবাসার শীতল ভুবনখানি,
খুঁজতে সুযোগ নিত্য দিনেই দিতে হাতছানি।


ঠের পেলাম না হঠাৎ কখন বসলে এসে ফুলে,
কত স্বপ্ন কত আশায় মন ভুলিয়ে দিলে।
সরল প্রেমের গরল খালি স্বচ্ছ মুখের মাঝে,
লাগিয়ে গেলে সেই যে কবে প্রেম সকালের সাঁঝে।


আর পেলাম না দেখা তোমার খুঁজেই গেলাম শুধু,
উড়ে গেলে অন্য ফুলে খেয়ে ফুলের মধু।
সঞ্চিত সব তোমায় দিয়ে শূন্য আমি আজ,
কলঙ্কিনী বলে ডাকে আজ আমাকে সমাজ।


অভাগা কি করে বাঁচি নিলে না আর খোঁজ,
প্রেমের দাগ গায়ে মেখে পুড়ছি প্রতি-রোজ।
সত্যিইতো ভাববে কেন এখন আমার কথা,
আমিতো পুরনো ডায়রী মলিন হওয়া পাতা।