সইতে পারিনা কইতে পারিনা
নীরবে শুধু মানি,
প্রতি রাতে বালিশ ভিজে
ঝরে চোখের পানি।


চলতে দোষী বলতে দোষী
সর্বদা হই দোষী,
মুখ ফুটে কথা বের হয় যদি
জুটবে লাথি ঘুষি।


চোখের সামনে মাছি গেলে
মারবে বলে খুঁজে,
পিছন দিকে হাতি চলে যায়
তা কভু না বুঝে।


মনের ভেতর মান অভিমান
কোথায় করবো প্রয়োগ,
যদি করি তবে শুনবে
একজন কলম সৈনিকের বিয়োগ।