বলতে তো খুব- দিয়েছি ডুব
আমি তোমার প্রেমে,
কিন্তু তুমি দাওনিগো ডুব
সেই জলেতে নেমে।


সেথায় আছে শান্ত স্রোতের
মন্দ মধুর ঢেউ,
সবাই সাঁতার পারে না যে
পারে তা' কেউ কেউ।


এপার ভাঙ্গে ওপার গড়ে
এ তেমনি নদী,
বুঝবে তুমি তার খেলাটা
জলে নামো যদি।