সেদিন ছিল প্রথম ফাগুন চৌদ্দ ফেব্রুয়ারি,
এলে নাকো বন্ধু তুমি হৃদয় পূর্ণকারী।
ইচ্ছে ছিল তোমার সাথে করে সেদিন মিল,
পরবো পোশাক দু’জন মিলে সবুজ কিংবা নীল।


করবে মিলন চক্ষুযুগল মুখে রবে হাসি,
কাঁধের উপর মাথা রেখে বসবো পাশাপাশি।
একটা দিন ইচ্ছে ছিল ঘুরবো ইচ্ছে মত,
হয়তো হবে হোক কিছু  মিষ্টি ভুল যত।


ভালোবাসা দিবসেতে হলো কি কে জানে,
তোমার আমার দিন কেটেছে সেদিন অভিমানে।
প্রেমে ঘুনে ধরলো বুঝি প্রথম ফাগুন ক্ষণে
মধুর প্রেমের প্রণয় বন্ধু হয়নি তোমার সনে।