পাশের বাড়ির টুকটুকে লাল মিষ্টিবরণ মেয়ে,
প্রতি প্রাতে পুকুর ঘাটে আসতো কলসী নিয়ে।
তাঁর সাথে হয় ভাব বিনিময় নিত্য গানে গানে,
বাড়ি এসে খুঁজ নিতো সে না হেরলে নয়নে।


এমনি খাসা ভালোবাসা ছিল দুজনার,
জনম জনমের চেনা বন্ধন আত্মার।
ভিসা পেলাম প্রবাসী হলাম এটাই ছিল ভুল,
তাই অকালে ঝরে গেলো ভালোবাসার ফুল।


সবার ভাগ্যে সবার প্রেম যায় কি আর পাওয়া,
এ জীবনে হয়না সফল সবার সকল চাওয়া।
বিয়ে হল তাঁর এই কো বছর এখন অনেক পর,
মিষ্টি ময়নার মাও নাকি সে শুনতে পেলাম খবর।


এখন আর আমার নাম নেয়না তাঁর মুখে,
মাঝে মাঝে ছবি দেখি এলে ফেসবুকে।
আমি আজ শব্দ প্রেমিক উদাস এক কবি,
হারিয়ে যাওয়া ভালোবাসার দেখি প্রতিচ্ছবি।