নামটি মেয়ের ঋতু,
মুখে অনেক সাহস কিন্তু মনটা অনেক ভীতু।
মান সম্মান জিনিসটাকে বড্ড ভয় পায়,
সবাই যেন ভালোবাসে সব সময় চায়।
হাসি খুশি সারাদিন
মা বকলে মন মলিন।
মিথ্যে কথায় ঝাপিয়ে পড়ে ছাড়তে নাহি চায়,
তর্কে কিন্তু পারদর্শি জিতে আসা দায়।


কেউ ভুল বোঝনা কথায়,
যা বললাম ফেলে দেবার নয় এই কবিতায়।
আসলে যুক্তি সংগত
তাই করলাম অবগত
চলে সে তার মনের মত নয়তো কারো কথায়।


রাগ অভিমান বড়ই বেশি মনটা কিন্ত সরল,
ঠিক আখ গাছের মত
বাইরে শক্ত ভেতর মিষ্টি সীমাহীন অতল।


রুপ চর্চায় যেমন নিপুন কাজে কর্মেও তেমন,
সব দিকেই বিচরণ তার মুক্ত পাখির মতন।
মেয়ে হওয়া এমনই চাই
প্রতিবাধেরও যার সীমা নাই
ওদের জন্যই কবিতা লিখি করিয়া যতন।
নারীর ও আছে বাঁচার অধিকার বীর পুরুষের মতন।