চলার পথে দিবস রাতে কতই করলাম ক্ষয়,
বেলা শেষে দেখি এসে নেই কিছু সঞ্চয়।
মোহিনী ছলে প্রেমের জলে রইলাম শুধু ডুবে,
মন উদাসী দেখিনি শশী নেই যে আর পূর্বে।
আজকাল বলে বেলা গেলো চলে এমনই করে রোজ,
বাকি নেই ক্ষণ আসলো সে লগন নেইনি তার খোঁজ।
কড়ি নেই সাথে শুন্য হাতে কিভাবে হবো পার,
একা একেবারে বসে পথের ধারে ভাবছি বারেবার।
পশ্চিমে রবি করছে ডুবিডুবি সময় যে আর নেই,
মনেতে ভয় নেই যে সঞ্চয় বলারও কিছু নেই।
অন্ধ হয়ে মোহেতে জড়িয়ে রইলাম ভবের হাটে।
ভাবিনি কভু ও গো প্রভু এসে দাড়াবো তোমার ঘাটে।