না চাওয়াতে এই জীবনে অনেক কিছু হয়,
অল্প দিনের গল্প স্মৃতি মনে বেঁচে রয়।
মাঝে মাঝে ভালোবাসা করে মিথ্যাবাদী,
দু'জনই আজ চির শত্রু বাদী আর বিবাদী।


হঠাৎ সেদিন কেনো জানি ঝরলো চোখে বারী,
দেখি যখন তোমার গায়ে নববধূর শাড়ী।
কেমন যেনো  ঘুরে গেলো জীবন ভাগ্যের চাকা।
কথা দিয়েও অনেক কথা হয়নি কারো রাখা।


কেউ কারো নয় দু'জন জানি হতেও চাইনি আপন,
তবে কেনো তোমার জন্য পুড়ছে আমার মন।
তুমি আমার কিছু ছিলে ঝগড়া করার মত,
হারিয়ে তোমায় হৃদয়টা আজ হচ্ছে ক্ষত-বিক্ষত।