ভালোবাসা কাছে টানে তবু দুরে যেতে চাই,
ভালোবেসে কি হবে যদি তারে না পাই।
বেশি ভালো বাসার ফলে
ভাসি যদি নয়ন জলে
যদি পুড়ি প্রেম অনলে তাইতো দুরে থাকতে চাই।


ভেবে কভু দেখিনিতো এই ভাবনা শুধুই ভুল,
ভালোবেসে ঝরে নাতো কভু কারো প্রেমের ফুল।
ভালোবেসে পেলে সুখি না পেলে তো ক্ষতি নয়,
হারানো প্রেম কাব্য লেখে অনেকেইতো কবি হয়
প্রিয়তমার সাথে মিলন ক্ষণস্থায়ী দীর্ঘ নয়,
শব্দের সাথে মিলন হলে সেইতো ভবে বেঁচে রয়।
ভালোবাসা কাছে টানে তাই ভালোবেসে যাও,
প্রিয়তীর প্রেম নাই বা পেলে যাতে শব্দের প্রেম পাও।