সব কিছু খুলামেলা যায় না বলা মুখে,
অশ্রু হয়েও কিছু কথা ঝরে দুটি চোঁখে।
যে মরমী সেই বুঝে নীরবে নিভৃত্তে,
যদি একটু ভালোবাসা থাকে তার চিত্তে।
ভালোবাসা বার বার নয় একবারই আসে,
উজানের জল ভাটি হলে ফিরে আর না আসে,
রূপ চিরদিন থাকে না যে তরতাজা ঐ ত্বক,
খসখসে হয় অবশেষে করে না ঝক ঝক,
ভালোবাসা সবাই নয় কেউ কেউ বুঝে,
অন্তর আত্মার খুব গহীনে আপনাকে খুঁজে।