ফিরে এসো একবার, ফিরে এসো,
হৃদয়ের বন্ধ দ্বারে দমকা হাওয়া হয়ে!


ফিরে এসো ধমনী শিরায় রক্তে রক্তে,
ফিরে এসো মস্তিষ্ক সুষুম্নায় স্নায়ুতে স্নায়ুতে,
ফিরে এসো অস্থি মজ্জায় পেশীতে পেশীতে!


ফিরে এসো চোখের চাহনি, মুখের হাসিতে,
ফিরে এসো হাতের মুদ্রা, পায়ের চলনে,
ফিরে এসো দৃপ্ত ভঙ্গী মুখর ভাষণে!


ফিরে এসো সুনীল আকাশ দূর দিগন্তে,
ফিরে এসো ফুল ফল পাখি সবুজ শাখায়,
ফিরে এসো জলের ফোটা ঘাসের ডগায়!


ফিরে এসো মুক্ত  কন্ঠে গানের সুরে,
ফিরে এসো অবারিত প্রেম আনন্দ ধারায়,
ফিরে এসো!