তুমি আঁধারের দূত-তুমিই মৃত্যু,
তুমি নিরাকার-তুমি কঠিন সত্য ৷
তুমি ঘোঁচাও মানব অসাম্যতা ওপারে-
উন্নতশিরে যাহা বাঁচে
এ ভবের আনাচেকানাচে ৷
মরণে তুমি মিলাও শত্রু-মিত্ররে-
বিরাজে যবে ওরা এপারে-
এ মোহময় মায়াবী ধরার ‘পরে ৷
তুমি ভাঙো জাতপাতের প্রাচীর,
পান করাও তুমি একতার নীর ৷
তুমি আঁধার বারিবালা-তোমাতে পরমসুখ;
প্রাণ পাখি যবে
ধীরে ও নীরবে
ছেড়ে যায় এ লালসার পার্থিব দেহবুক ৷
**************
      *******
          ***
            *