*একটা বাস্তব কাহিনী।তবে নাম,স্থান,কাল,সময় কিছু পরিবর্তণ করা হয়েছে লেখার সুবিধার্তে *
            ***********************


নামটা আমার মায়াময়ী          আমি শ্রমিক যে পরিযায়ী,
                  বাড়ি মোর হৃদয়পুরে ৷
স্বামী যে আমার চ’লে গেলে     ছেলে আমায় এথায় ফেলে
                  নতুন শহর শুপুরে ৷


দিনগুলো তো যাচ্ছিল বেশ       শরীরে সয়ে শত যে ক্লেশ
                  মোদের মানব দু’জনার ৷
ছোটো একটা জীবন খোর        হঠাৎ এলো দেশের ‘পর
                  দেশ হ’ল যে তোলপার ৷


গাড়ি বাস সব বন্ধ ক’রে         সরকার নাকি অতি ত্বরে
                  চিরিবে করোনার বুক ৷
বলাও সারা এমন কথা          বিধিনিষেধ দিলেন হোতা
                 ভুলে তোমা আমার দুখ ৷


কাজের পাঠ গুটিয়ে দিলে        সাহেবরা সব ছুটি নিলে
                 র’লাম আমরা শ্রমিক ৷
হাতে ছিল যত টাকা কড়ি      সবই দেখি ফুরায় ত্বরি
                গুনে খালি দিন তারিখ ৷


দিবস শেষে রজনী নামে        ব্যথা যত ছিল প্রাণখামে
                পড়িছে এ জীবন রথে ৷
ফোড়ার ‘পরে ফোড়ার দাগা    সহেছি মোরা এমন লাগা
                কঠিন এ চলার পথে ৷


সরকার যত অঙ্গিকার          করেছিল যে সব দেবার
                তা করেনি কিছুই ওরে ৷
বের হলেম তাই এ পথে       ভার চাপিয়ে জীবন রথে
               আপন নগরের তরে ৷


কয়েকটা দিন গেল কেটে      পোলারে নিয়ে  দো-পায়ে হেটে
               দিনে রাতে আলো আঁধারে ৷
ক্ষুধার জ্বালায় পেঠ জ্বলে       মেটাই তাহা পানের জলে
               বলিবো এসব কাহারে ?


আরো কয়টা দিনের পরে      ছেলে আমার মরিল ভোরে
               আমারে কইরে অনাথ ৷
বল আর নাহি মোর মনে      দেহ ভারে অজানা ওজনে
               স্হিরে আমার দু’পা-হাত ৷
  
ধর্মের আজ উর্ধে উঠেই       খোকারে তো দিলেম পুঁতেই
               আমি নারী মা হতভাগী ৷
যার জন্য প্রতিশ্রুতি আমি    করেছিলাম ভীষণ দামী
               সে মরিল ক্ষুধার লাগি ৷


দুঃখ জ্বালায় তনু সারা        মোর হৃদয় ভরিল তারা
               আমায় করিল অসাড় ৷
এমন ক’রে কাটিল আরো    দিন কতক নয় এগারো
               বুকে নিয়ে ভার ব্যথার ৷


এমন সময় হোতা নাকি      কইছে কথা সবারে ডাকি
               দিবে ট্রেন মোদের তরে ৷
রাজায় রাজায় কথা ব’লে     পৌঁছাবে মোদের দলে দলে
               সবার নিজ ঘরে ঘরে ৷


কয়েক দিনের পর শেষে      ফিরিলাম মোরা নিজ দেশে
               হারিয়ে বহু তাজা প্রাণ ৷
দিনগুলো মোর স্বপ্নে আসে   খোকন আমার শুয়ে পাশে
                শুনে ‘ঘুমপাড়ানি গান’ ৷


আজও দেখো আমার মত    পথ হেটে চলে শত শত
               পরিযায়ী শ্রমিকদল ৷
সরকারের এ অবহেলা     জানিনা এই করোনাবেলা
                ছিনিবে কত মনুফল ?
                      *********
                            ***
                              *